Web Analytics

কক্সবাজারের উখিয়ায় শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দুটি স্থানে জানাজা অনুষ্ঠিত হয়—প্রথমটি উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং দ্বিতীয়টি বিকেলে ব্যস্ত কোটবাজার স্টেশনে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন।

উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবুল ফজল ও উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ওসমান হাদিকে সাহসী, আদর্শবান ও সমাজসেবী নেতা হিসেবে স্মরণ করেন। তারা তার আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানাজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। উখিয়া থানার ওসি নুর আহমেদ জানান, পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওসমান হাদির মৃত্যুতে উখিয়ায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!