জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক সিইসি'গণ, ইসি কমিশনারগণ ও ইসি'র সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশন প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, বেশকিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। খুব শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারবো। তিনি জানান, লন্ডনে প্রবাসীরা সংস্কার নিয়ে আগ্রহী!