মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে। চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, এশিয়ারাই বিশ্ব অর্থনীতির পরবর্তী অধ্যায় লিখবে। আমরা কেবল অন্যদের কৌশলের বস্তু নই, আমরাই আমাদের ভাগ্যের লেখক। ব্রেটন উডস সিস্টেমের মতো ইতিহাসের বড় অর্থনৈতিক পরিবর্তন এবং বর্তমান বাণিজ্যের চ্যালেঞ্জ তুলে ধরে, আনোয়ার মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পে চীনের ও জাপানের সঙ্গে যৌথ বাজার সম্প্রসারণ এবং প্রশিক্ষণের সুযোগের উপর জোর দিয়েছেন।