অবৈধ অভিবাসীমুক্ত আমেরিকা গড়তে ‘উন্মাদ’ হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশজুড়ে। এর মধ্যে ডেমোক্র্যাট অধ্যুষিত পাঁচ শহরে রীতিমতো কোমর বেঁধে নেমেছে ‘ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইসিই)। এবার প্রতিদিন ৩০০০ অবৈধ অভিবাসী গ্রেফতারের টার্গেটে নেমেছে সংস্থাটি। লস অ্যাঞ্জেলেসের ঘটনার আগ থেকেই বিচ্ছিন্নভাবে অবৈধ অভিবাসী আটক অভিযান চলছিল যুক্তরাষ্ট্রজুড়ে। তখন আইসিই’র টার্গেট ছিল প্রতিদিন ১০০০ অবৈধ অভিবাসীকে আটক করবে তারা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে তিনগুণে! এমনকি অবৈধ অভিবাসী আটক করতে ফোন কল ট্র্যাক পর্যন্ত করছে ট্রাম্প প্রশাসন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।