জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক উপনিবেশবাদবিরোধী দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি বলেন, ট্রাম্প ভেনেজুয়েলার ভূমি ও তেল সম্পদকে কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি হিসেবে উল্লেখ করেছেন, যা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
মনকাডা অভিযোগ করেন, ওয়াশিংটন উনবিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদী মনোভাব ফিরিয়ে আনছে এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতিকে অবমাননা করছে। তিনি হোয়াইট হাউসের অবস্থানকে সভ্য আচরণের বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, আধুনিক সময়ে সরাসরি দখলের পরিবর্তে নতুন নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। ফিলিস্তিন ও পুয়ের্তো রিকোর সঙ্গে সংহতি প্রকাশ করে মনকাডা বলেন, বিদেশি আধিপত্য মানবাধিকারের সর্বজনীন ঘোষণার পরিপন্থী।