Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চুরি বা দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের। তিনি ১১ জানুয়ারি রোববার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আয়োজিত আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তাঁর দল ভালোবাসা ও বিনয়ের সঙ্গে জনগণের কাছে যাবে এবং প্রয়োজনে ভোটের জন্য ভিক্ষা চাইবে। তিনি জনগণকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান, যা তাঁর মতে গণতন্ত্রকে শক্তিশালী করবে ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করবে। তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও ঋণখেলাপি বন্ধের আহ্বান জানান এবং এবারের নির্বাচনকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের নির্বাচন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দুর্নীতি বন্ধ করতে পারলে দেশ এগিয়ে যাবে এবং কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে, সেটিও জনগণের সমর্থনে নিশ্চিত করতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!