জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা দিনক্ষণ, মাস বা বছর না বেঁধে নির্বাচনের পূর্বশর্ত হিসাবে যে সংস্কার প্রয়োজন, তা সম্পন্ন হোক বলেছি। আমরা ভোট কাটতে পারব না। আমাদের টাকা আর মাস্তান নেই। যাদের রয়েছে, তারাই তাড়াতাড়ি নির্বাচন চায়, যেন ভোট কেটে নিতে পারে। তিনি আরও বলেন, যারা বলেন জামায়াত দেরিতে নির্বাচন চায়, আবার চায় না, তারা বাস্তবতা বুঝতে পারছেন না। আমরা ১৪, ১৮ ও ২৪ এর মতো নির্বাচন চাই না। সরকারকে শক্ত থাকতে আহ্বান করেছেন বলে তিনি জানান, ইসলামিক দলগুলোর ঐক্যের আলোচনা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।