Web Analytics

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৩ নভেম্বর অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরও এক আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে। ২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা দায়ের হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ২৩ অক্টোবর যুক্তি উপস্থাপন শেষে এ তারিখ নির্ধারণ করে। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান চূড়ান্ত বক্তব্য রাখেন। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন পলাতক আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করে খালাসের আবেদন করেন। তিনি সাক্ষীদের জবানবন্দি প্রশ্নবিদ্ধ করে পক্ষপাত ও চাপের অভিযোগ তোলেন। প্রসিকিউশন তাদের প্রমাণে নেতৃত্বদানের দায় ও সরাসরি সম্পৃক্ততা দেখানোর দাবি জানায়। এ রায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।