Web Analytics

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতীয় স্বার্থ ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।

ফুয়াদ জানান, বৈঠকে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এবং বিভিন্ন নীতিগত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া ও ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। আলোচনায় বাংলাদেশের জন্য ওয়েস্টমিনস্টার ধাঁচের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, ঢাকা শহরকে বাসযোগ্য করা, বেকারত্ব হ্রাস, পরিবেশ সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার ইত্যাদি বিষয় উঠে আসে।

তিনি আরও জানান, তারেক রহমান ভবিষ্যতে নীতিগত ইস্যুতে নিয়মিত আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। ফুয়াদ বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!