ফরিদপুরে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুরের সভাপতি শেখ ফায়েজ আহম্মেদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শেখ ফায়েজ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শেখ মানিকের ছেলে এবং ফরিদপুর সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে এবং ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি ফরিদপুরে ফিরে এসে কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।