ভারতীয় পানি আগ্রাসন নীতি রুখতে ও সর্বত্র প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গণসমাবেশ হয়েছে। বিএনপি নেতা আবদুল মঈন খান বলেন, ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত ৩৬টি নদীর ওপর ভারত সরকার আন্তর্জাতিক পানিবন্টন চুক্তি আইন লঙ্ঘন করে ৫৪টি অবৈধ বাঁধ নির্মাণ করেছে। যার ফলে বাংলাদেশের নদীর পানি শুকিয়ে ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদীদের সঙ্গে এ যাবৎ সম্পাদিত সব অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের পানি আগ্রাসন নীতি রুখতে সর্বত্র প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের। ভাসানীর দৌহিত্র আজাদ খান ভাসানী বলেন, পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, দিলির দাসত্ব মেনে নেব না। প্রয়োজনে যুদ্ধ করে, লড়াই করে আমরা আমাদের পানির ন্যায্য হিসাব আদায় করে ছাড়ব।