শেরপুরের নকলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ গ্রেফতার হওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলার সিদ্ধান্ত মোতাবেক ৮ নম্বর চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজানকে দলীয় ভাবমূতি ক্ষুন্ন করার জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এর আগে গত বৃহস্পতিবার ভিজিডির চাল অবৈধভাবে মজুতের অভিযোগে শাহজাহানকে আটক করে যৌথবাহিনী।