Web Analytics

আজ থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে শুরু হওয়া এই আন্দোলনে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে—দশম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পর উচ্চতর গ্রেড সমস্যার সমাধান, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। কাশেম-শাহিন ও শাহিন-লিপি গ্রুপসহ একাধিক শিক্ষক সংগঠন এতে যোগ দিয়েছে। প্রায় ২০ হাজার শিক্ষক এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার সরকারি সিদ্ধান্ত সহকারী শিক্ষকদের ক্ষোভ প্রশমিত করতে ব্যর্থ হয়েছে বলে তারা মনে করেন। গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।