Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দায়িত্ব পেলে তিনি চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। ২০২৬ সালের ৩০ জানুয়ারি শুক্রবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামে এক নির্বাচনি সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি মাদক ব্যবসায় জড়িতদের সতর্ক করে বলেন, তারা যেন অবৈধ পথ ছেড়ে বৈধ জীবিকার পথে ফিরে আসে এবং প্রয়োজনে দোকান বা গরু দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

হাসনাত আবদুল্লাহ রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতির সমালোচনা করে বলেন, অনেক বড় নেতা এত দিন মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করেছেন, এখন তারা পালানোর পথে। তিনি আরও বলেন, কেউ তার সঙ্গে ছবি তুলে অবৈধ সুবিধা নিতে পারবে না, এমনকি তার নিজের বাবাকেও অবৈধ সুবিধা দেওয়া হবে না। তিনি সাধারণ মানুষের সঙ্গে থেকে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নারী ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মায়েরা, খালারা ও চাচিরাই এবারের নির্বাচনে তাকে সংসদে পাঠাবেন বলে তিনি বিশ্বাস করেন।

Card image

Related Threads

logo
No data found yet!