বাগেরহাটের চারটি আসন পূনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় দু'দিনের হরতাল শিথিল করে রোববার চার দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুমার সময় মসজিদে মসজিদে দাবির ব্যাপারে সচেতন করতে আলোচনা। রোববার জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস আদালতের সামনে অবস্থান কর্মসূচি। সোমবার থেকে বুধবার পর্যন্ত সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা হরতাল মুক্ত থাকবে। হরতালের আওতামুক্ত থাকবে সব ধরনের পরীক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, দুই চাকার সব যানবাহন, কাচা বাজার, মুদি দোকান, হাসপাতাল, ওষুধ, অ্যাম্বুলেন্স ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।