লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে আয়োজক কমিটি। কমিটি প্রধান আলী দাহের বলেছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন। এই দিন শহীদ নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শেষ বিদায় অনুষ্ঠান। বৈরুতের কামিল শামুন স্টেডিয়ামে মূল অনুষ্ঠান হবে। হিজবুল্লাহ কর্মকর্তা ৭৯টি দেশের প্রতিনিধি অতিথির অংশগ্রহণের আশা করছেন। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর বোমা হামলা করে শহীদ নাসরুল্লাহকে, ৩ অক্টোবর সাইয়্যেদকে শহীদ করে ইসরাইল।