Web Analytics

বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও এ সময় উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতৃত্বের এই সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিষয় নিয়ে কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা নির্দেশ করে।

Card image

Related Threads

logo
No data found yet!