শুক্রবার ভোর রাতে সিলেটের লালাখাল ও মিনাটিলা সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বাকি ১৭ জন বাংলাদেশি নাগরিক। তাদের আটক করেছে বিজিবি। জানা গেছে, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ১৭ জন বাংলাদেশিকে আদালতে এবং ১৪ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে।