Web Analytics

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে তিনদিনের নির্বাচনি প্রচারাভিযান শুরু করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথম দিনে তিনি রাজশাহী মাদরাসা মাঠে দুপুরে, নওগাঁর এটিএম মাঠে বিকেল সাড়ে ৫টায় এবং আলফাতুন্নেসা খেলার মাঠে রাত সাড়ে ৭টায় তিনটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।

তিনদিনের সফরসূচিতে রয়েছে ৩০ জানুয়ারি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য। ৩১ জানুয়ারি দুপুরে বিসিক শিল্প পার্কে এবং বিকালে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলীয় সূত্র জানিয়েছে, সফরকালে তিনি দুদিন বগুড়ার হোটেল নাজে অবস্থান করবেন।

তারেক রহমান এর আগে ২২ জানুয়ারি সিলেট, ২৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনি প্রচার চালান। এ পর্যন্ত তিনি মোট ১৬টি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!