বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দল দুটির বিরুদ্ধে কোনো আপত্তি না আসায় সোমবার রাতে গেজেট প্রকাশ করে কমিশন। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে তারা নিজ নিজ প্রতীক নিয়ে অংশ নিতে পারবে। বুধবারের ইসি সংলাপে দল দুটিকে আমন্ত্রণও জানানো হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাদের নিবন্ধন এখনো চূড়ান্ত হয়নি। কমিশন এসব অভিযোগ পর্যালোচনা করছে। এর আগে ৪ নভেম্বর তিনটি দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সময়সীমা নির্ধারণ করেছিল ইসি, তবে আপত্তি আসে শুধু আম জনগণ পার্টির বিরুদ্ধে।