জামালপুরে একটি বিনোদন পার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে পানিতে লাফ দিতে গিয়ে ইমতিয়াজ ওরফে আকুল মিয়া (২৫) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তিনি সরিষাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সংশ্লিষ্ট স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন বলেন, পার্কে দর্শনার্থীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কিন্তু সবার অগোচরে ওই যুবক টাওয়ারে উঠে যান, সেখান থেকে লাফ দেন। ঘটনার সময় পার্কে আমি ছিলাম না।