ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি দিতে হলে রাষ্ট্র পুনর্গঠনে সাংবিধানিকভাবে নারীকে সমতার মর্যাদায় অধিষ্ঠিত করা জরুরি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। একইসঙ্গে তিনি ১৪ জুলাইকে ‘জুলাই নারী দিবস’ ঘোষণাকে স্বাগত জানান এবং বলেন, নারীদের বলিষ্ঠ অংশগ্রহণই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বেগবান করেছে। সংসদে নারীর প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে ঐকমত্যের প্রত্যাশাও করেন তিনি।