আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ নভেম্বর মক ভোটিং আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের জনসংযোগ ও তথ্য পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষামূলক ভোট অনুষ্ঠিত হবে। এতে সব ধরনের ভোটার অংশ নিতে পারবেন এবং গণমাধ্যম কর্মীদেরও পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই উদ্যোগের মাধ্যমে ভোট প্রক্রিয়া যাচাই ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি আরও সুসংহত করার লক্ষ্য নিয়েছে ইসি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।