ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে রাসেল নামে ২০ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। পরিবার জানায়, ভারতে যাওয়া রাসেল দেশে ফেরার পথে বিএসএফের গুলিতে মারা যান। লাশ ভারতের ভেতরে পড়ে থাকলেও এখনো ফেরত দেওয়া হয়নি। স্থানীয় প্রশাসন ও বিজিবি জানিয়েছে, তারা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।