ইসরাইল ও হামাস রোববার নতুন করে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। হামাস ৬০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন জিম্মিকে মুক্তির প্রস্তাব দিয়েছে, তবে চূড়ান্ত চুক্তি নিয়ে তীব্র মতবিরোধ রয়ে গেছে। সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন, হামাস সব জিম্মি ছাড়বে না কারণ তা তাদের শেষ হাতিয়ার। ইসরাইল হামাসের ক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে চায়, আর হামাস চায় যুদ্ধ শেষ ও ইসরাইলি বাহিনীর প্রত্যাহার। ইসরাইলের জনগণের মধ্যে যুদ্ধ বন্ধের দাবি বাড়ছে এবং ওলমার্ট মনে করেন নেতানিয়াহু বিদায় নেবেন। তিনি যুদ্ধের ব্যয় ও মানবিক ক্ষয়ক্ষতির দিকে সতর্ক করে বলেন, চলমান যুদ্ধ আর মূল্যবান নয়।