Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে কবি জিয়া হকের লেখা বিপ্লবী কবিতা ও গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কয়েক দিনের মধ্যেই এসব কবিতা ও গান শত মিলিয়ন ভিউ অর্জন করেছে। চার দিন আগে রিলসে জিয়া হক ছিলেন বিশ্বের টপ সার্চে। শিল্পী আবু উবায়দার গাওয়া ‘হাদির জিন্দাবাদ’ ফেসবুকে ১১ মিলিয়নের বেশি এবং ইউটিউবে তিন মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে ‘হাদি তুই ফিরে আয়’ ও ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাগুলোও মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

গান ও কবিতার চরণ ফেসবুকে হাজার হাজারবার শেয়ার হচ্ছে, দেয়াল লিখনেও ব্যবহৃত হচ্ছে। গবেষক আমান আবদুল্লাহ ও লেখক ইকবাল খন্দকারসহ অনেকে এর প্রশংসা করেছেন। রাজনীতিবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীরাও গানটি শেয়ার করেছেন। কবি জিয়া হক বলেছেন, এই সাড়া তাঁর জন্য অকল্পনীয় এবং এটি তাঁকে আরও লেখালেখিতে অনুপ্রাণিত করবে।

শিল্পী আবু উবায়দা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসের ইউটিউব আয় তিনি হাদির পরিবারের জন্য প্রদান করবেন। এছাড়া বহু বাচিকশিল্পী এসব কবিতা আবৃত্তি করেছেন, যা এর জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!