পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার স্পষ্ট জানিয়েছেন, দেশটি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে গঠিত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না। তিনি বলেন, এটি পাকিস্তানের সাত দশকের ফিলিস্তিন নীতির পরিপন্থি হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতেই পাকিস্তান অটল রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও বলেন, কোনো চাপ এলেও পাকিস্তান তার স্বার্থ দেখে সিদ্ধান্ত নেবে, যুক্তরাষ্ট্রের কোনো নীতিতে অন্ধভাবে অংশ নেবে না।