ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর জুলাই গণঅভ্যুত্থানের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে যাওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানা গেছে৷ এর আগে গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ডিএমপি দাবি করেছে, হত্যা মামলা নয়, নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।