রাতের আঁধারে এক নারীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ওই ভিডিওতে দেখা যায়, এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় নারী চিৎকার করে বলছেন, ‘আমারে বাঁচা, বাঁচা আমারে, আমারে একটু বাঁচা।’ শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রামের। তবে পুলিশ বলছে, এটি পারিবারিক ঘটনা। জানা গেছে, নারীটির স্বামীর আইডি থেকে ভিডিও ভাইরাল হয়। তবে তাদের বিয়ে ছিল গোপন এবং কাগজপত্রহীন। দুই পরিবার পরস্পরবিরোধী রাজনৈতিক দল তথা আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সাথে জড়িত। ফলে মেয়েটিকে স্বামীর বাড়ি থেকে জোর করে নিয়ে আসে পরিবার!