মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির অনুমোদনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত তালিকা বা বিজ্ঞপ্তি সরকার প্রকাশ করেনি এবং সরকারি ওয়েবসাইটেও এমন কোনো নথি নেই। অতীতে এজেন্সিভিত্তিক নিয়োগের আলোচনা থাকলেও বর্তমানে মালয়েশিয়া সরকার ই-ভিসা ও ডিজিটাল যাচাইকরণভিত্তিক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনও জানিয়েছে, অনুমোদিত এজেন্সির তথ্য কেবল সরকারি চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করা হবে এবং কোনো দালাল বা অননুমোদিত এজেন্সির সঙ্গে লেনদেন না করতে সতর্ক করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ভুয়া তালিকা দালালচক্রের কৌশল, যা প্রার্থীদের আর্থিক ক্ষতির ঝুঁকিতে ফেলে। তারা দুই দেশের কর্তৃপক্ষকে নজরদারি ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।