নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি স্টারবাকস কর্মীদের ন্যায্য চুক্তির দাবিতে চলমান ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে জনগণকে স্টারবাকস বয়কট করার আহ্বান জানিয়েছেন। ১৪ নভেম্বর সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যতদিন কর্মীরা ধর্মঘটে থাকবেন, ততদিন তিনি স্টারবাকস থেকে কিছু কিনবেন না এবং সবাইকে এই উদ্যোগে যোগ দিতে অনুরোধ করেন। ‘রেড কাপ রেবেলিয়ন’ নামে পরিচিত এই ধর্মঘটটি স্টারবাকসের ব্যস্ততম ইভেন্ট ‘রেড কাপ ডে’-এর দিন শুরু হয়, যাতে ২৫টিরও বেশি শহরের কর্মীরা অংশ নিয়েছেন। ইউনিয়নের অভিযোগ, কোম্পানি আলোচনায় রাজি নয় এবং চুক্তি না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে। অন্যদিকে, স্টারবাকস দাবি করেছে, তাদের কর্মীরা ইতিমধ্যেই প্রতিযোগিতামূলক বেতন ও সুবিধা পাচ্ছেন, গড়ে ঘণ্টায় ১৯ ডলার এবং অন্যান্য সুবিধাসহ ৩০ ডলারের বেশি আয় করছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।