টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার বাড়ি তল্লাশি করে ১২ হাজার ২৭৪টি ইয়াবা উদ্ধার করা হয়। আজ শনিবার ভোরে অভিযান চালানোর মাধ্যমে আটক হয়েছেন তিনি। কোস্টগার্ড দপ্তর মিডিয়া বলেছে, চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবার রয়েছে এমন তথ্য পেয়ে তার বাসায় অভিযান চালানো হয়। টের পেয়ে ঘরের পিছনের দরজা দিয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থার জন্য আসামীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে!