Web Analytics

ঢাকার একটি আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১,৯৩৬ দশমিক ৫০ একর জমি জব্দের নির্দেশ দিয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই আদেশের আবেদন করে জানায়, তদন্ত চলাকালে সম্পদ স্থানান্তর বা বিক্রি হয়ে গেলে পরবর্তীতে অর্থ উদ্ধার কঠিন হয়ে পড়বে। আদালত জব্দকৃত সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১৬ হাজার ৯৪০ কোটি টাকা নির্ধারণ করেছে।

দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার সহযোগীরা বিভিন্ন ব্যাংক থেকে বেআইনিভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। দুদকের উপপরিচালক তানসিন মুনাবিল হক এ আবেদন করেন এবং সংস্থার জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এস আলম গ্রুপের ১০৫টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয় এবং চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির আদেশ দেওয়া হয়। এই পদক্ষেপ বাংলাদেশের করপোরেট খাতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!