গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা মোনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে। মোনাজাত শেষে চিল্লাধারী মুসল্লিরা দেশ-বিদেশে দ্বীনের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়বেন এবং পরবর্তী বিশ্ব ইজতেমায় পুনরায় সমবেত হবেন। সোমবার ছিল ইজতেমার চতুর্থ দিন, যেখানে ভারত ও বাংলাদেশের আলেমরা বয়ান, জিকির ও ইবাদতের আয়োজন করেন। এদিকে, ইজতেমায় অংশ নেওয়া চাঁপাইনবাবগঞ্জের আজিজুর রহমান নামে এক মুসল্লি সোমবার দুপুরে ওজুখানার পাশে স্ট্রোকে মারা যান। এ নিয়ে জোড় ইজতেমায় মোট ছয় মুসল্লির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। জোড় ইজতেমা মূল বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।