সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অমর একুশে বইমেলায় মব হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বইমেলাকে লেখক ও পাঠকদের প্রাণের মেলা ও মিলন স্থল উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হামলা উন্মুক্ত সাংস্কৃতিকচর্চাকে ক্ষুণ্ন করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে। বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় পুলিশ এবং বাংলা একাডেমিকে তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মব ভায়োলেন্স প্রতিরোধে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে জোরালো পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।