বিসিএস পুলিশ ক্যাডারে ১০২ কর্মকর্তাকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়েছে। পদোন্নতি পুলিশ কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অনতিবিলম্বে এই প্রজ্ঞাপনে জনস্বার্থে করা আদেশ কার্যকর কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।