ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় ২০১৯ সালে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মুরাদ খন্দকার (৪৩) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের ১৫ মে মুরাদ খন্দকার প্রতিবেশীর ছোট মেয়েকে ঘরে নিয়ে যায়। পরে মেয়েটির বড় বোন তাকে আনতে গেলে মুরাদ বড় বোনকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা ভাঙ্গা থানায় মামলা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, আদালতের রায়ে তারা সন্তুষ্ট এবং মনে করেন ন্যায়বিচার হয়েছে।