Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চারটি নির্দিষ্ট প্রশাসনিক ও আর্থিক শর্ত পূরণের ভিত্তিতে স্বীকৃত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে মাসিক বেতন আদেশ (এমপিও) সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত নির্দেশনা ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। নির্দেশনা অনুযায়ী, ২০১৮ সালের নীতিমালার আওতায় স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাসহ সকল শর্ত পূরণকারী মাদ্রাসাগুলো প্রথম পর্যায়ে জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদনের ভিত্তিতে এমপিওভুক্ত হবে। পরবর্তী পর্যায়ে অন্যান্য মাদ্রাসাগুলো ধাপে ধাপে অন্তর্ভুক্ত হবে। চূড়ান্ত অনুমোদনের আগে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে এবং এমপিওভুক্তির পর অনুদান সুবিধা বাতিল করতে হবে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের চলমান জাতীয়করণ দাবির আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।