ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে হওয়া বিক্ষোভকে ঘিরে কিছু বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনের অভিযোগ অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রবিবার জানান, ২০ ডিসেম্বর প্রায় ২০–২৫ জন যুবক ওই স্থানে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।
জয়সওয়াল বলেন, বিক্ষোভটি সংক্ষিপ্ত ছিল এবং নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টা হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ভারত ভিয়েনা কনভেনশন অনুযায়ী তার ভূখণ্ডে বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ভারত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে ভারত দীপু দাস হত্যার দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।