মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বুধবার সকালে একটি কারখানায় অভিযান চালিয়ে ৪৬ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত চার ঘণ্টার এই অভিযানে ১৮ থেকে ৪৩ বছর বয়সী শ্রমিকদের আটক করা হয়। বৈধ ভ্রমণ নথি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ভিসা থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য।
এর আগে গত নভেম্বরে ক্যামেরুন হাইল্যান্ডসে পরিচালিত আরেক অভিযানে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ১৭৪ জন ছিলেন বাংলাদেশি। প্রায় ১,৮৮৬ জনের কাগজপত্র যাচাই শেষে এই গ্রেপ্তার করা হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল মেয়াদোত্তীর্ণ পাস, নথির অভাব এবং জাল কর্মপাস প্রদর্শন।
সাম্প্রতিক এই অভিযানগুলো মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে নির্দেশ করে। মানবাধিকার সংস্থাগুলো আটক শ্রমিকদের প্রতি মানবিক আচরণ ও ন্যায্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।