Web Analytics

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোস্ট গার্ড প্রায় ৭৫ কোটি টাকার অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে। বুধবার সারাদিন কোস্ট গার্ডের মহেশখালী স্টেশন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই কম্বিং অপারেশন পরিচালনা করে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মহেশখালীর জেলেপাড়াসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।

লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Card image

Related Threads

logo
No data found yet!