আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ১৫ জুলাই সকালে রমনায় তিনি বলেন, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, আমরা আশাবাদী তারা তা পালন করবে। তিনি মিটফোর্ডের ঘটনায় রাজনৈতিক দোষারোপের বিরুদ্ধে বলেন, অন্যায়কে বড় বা ছোট করে দেখা বা রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। তারেক রহমানের নেতৃত্বে মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত ও এনআরপি নেতাদের বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, এসব প্রশ্ন রাজনৈতিক অজ্ঞতা ও সীমাবদ্ধতা থেকে আসে।