বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেন, অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে। খোকন বলেন, ‘ফ্যাসিস্ট ও তাদের দোষররা বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছেন। সেই টাকা দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’ তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টার মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। বিদেশি বিনিয়োগ হচ্ছে না। আরো বলেন, ‘৯০-এর স্বৈরশাসক পতনের পর অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কেউ কোনো মন্তব্য করেনি। এবার দশ মাসে রোডম্যাপই দেওয়া হয়নি!