তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে রেলপথে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডে কৃষিবিদদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া ৯ম গ্রেডে বিএডিসি এর কোটা বাতিল করতে হবে। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।