মঙ্গলবার সরকারঘোষিত ‘জাতীয় শহিদ সেনা দিবস’ পালিত হবে। দিবসটির প্রতি সম্মান দেখাতে ও যথাযোগ্য মর্যাদায় পালন করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আন্দোলনরত ক্যাডাররা বলেছেন, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে সব সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হলে আগামী ২ মার্চ পূর্বঘোষিত পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। এরপরও দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।