প্রতিশ্রুতি মোতাবেক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ালেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। বিকেল ৩টার দিকে পূর্বধলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে গরু জবাই করেন তিনি। মাদানী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অবিলম্বে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে।