চট্রগ্রামের লোহাগড়ায় টিকটক করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মুমিন। মুকিত নামের আরেকজনকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। রাত ৮ টার দিকে তাঁতিপাড়া মসজিদের বার্ষিক সভা চলাকালে মুমিন ও মুকিত বেড়াতে আসেন। পাশেই ভাসমান কসমেটিকসের সামনে টিকটককে কেন্দ্র করে কথাকাটাকাটি হলে প্রতিপক্ষের সদস্যরা মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে চলে যায়! হাসপাতালে যাওয়ার পূর্বেই মুমিন মারা যান নিশ্চিত করেছে উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ। ওসি আরিফুর রহমান অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।