ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে লাদাখের বিভিন্ন এলাকায়। ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। আজ সকাল থেকেই লেহ’সহ বিভিন্ন এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা। এর আগে, শুক্রবার গ্রেফতার করা হয় বহুল আলোচিত শিক্ষক ও সমাজকর্মী সোনাম ওয়াংচুককে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে অনশন করছিলেন তিনি। মূলত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের আদলে ভারতের লাদাখেও আন্দোলনে নেমেছে জেন-জিরা। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে চলছে এই আন্দোলন। গত বুধবার সহিংসতায় চারজন নিহত ও অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।