ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো একক ব্যক্তির নয়, বরং একটি সংঘবদ্ধ খুনি চক্রের কাজ। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা-পূর্ব বক্তব্যে তিনি বলেন, হত্যার এক সপ্তাহ পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসও দেওয়া হয়নি।
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত অগ্রগতি প্রকাশের আহ্বান জানান। তা না হলে তাদের পদত্যাগের দাবি তোলেন তিনি। জাবের আরও বলেন, সিভিল ও সামরিক গোয়েন্দা সংস্থার ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।
সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। জানাজা শেষে শাহবাগে সমাবেশের আহ্বান জানানো হয়।