Web Analytics

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবক দলের ইউপি সভাপতি রিমন সিকদার (৩১) ও সাধারণ সম্পাদক লিটন খন্দকারের (৪০) বিরুদ্ধে এক ব্যবসায়ীর ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার রাতে ভুক্তভোগী সৌরভ বশার বাউফল থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযোগ, বুধবার দুপুর দেড়টার দিকে সৌরভ বশার তার পেট্রোলবাহী লরি নিয়ে সিদ্দিক বাজার এলাকায় পৌঁছান। এ সময় লিটন খন্দকার বাকিতে পেট্রোল চান। সৌরভ তাতে অপারগতা প্রকাশ করলে ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি এসে বলেন, এলাকায় পেট্রোল বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। তর্কবিতর্কের একপর্যায়ে ওই ব্যক্তিরা সৌরভ বশারের কাছে থাকা ৮ লাখ ৬৫ হাজার টাকা ভর্তি একটি কালো ব্যাগ ছিনিয়ে নেন। যদিও অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!